চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রত্যাখ্যান করলো পরিবহন শ্রমিকরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৮ ১২:১০:২২


চুয়াডাঙ্গায় করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ প্রোনাদনা ১০ কেজী চাউল,ডাল,আলুসহ ১৪ কেজির সাহায্য প্রত্যাখ্যান করে শত শত শ্রমিক চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে বিক্ষোভ করেছে। তাদের দাবী নগদ টাকার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৪ টায় শ্রমিকরা এই বিক্ষোভ করে।শ্রমিকরা বিদ্রোহকালে বলেন, সড়কে পরিবহন বন্ধ রাখতে হলে শ্রমিকদের সংসার চলার মত সহযোগীতা করতে হবে তা না হলে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর দাবী জানায়।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকলীগ সম্পাদক রিপন মন্ডল জানান,সরকার ঘোষিত শ্রমিকদের ২৫শ করে টাকা দেওয়ার কথা, ২৫শ’ টাকা দিলে শ্রমিকরা ১৫ দিন চলতে পারবে তাতে আর সমস্যা হবে না।

এবিষয়ে চুয়াডাঙ্গা এনডিসি মোঃ আমজাদ হেসেন জানান, মঙ্গলবার বিকালে চাঁদমারী মাঠে, ৩শ’ জন শ্রমিকদের মাঝে ১০ কেজী চাল ও ডাল আলুসহ ১৪ কেজির ত্রান দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা না নিলে আমাদের কি করার আছে?

সাধারণ শ্রমিকরা জানায়, আমাদের সরকারী ত্রাণ দরকার নাই, আমাদের গাড়ি চালাতে দিলে আমরা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালিয়ে খাবো।