ঠাকুরগাঁওয়ে গ্রামীন জনগোষ্ঠীর ফুটবল টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৮ ১৩:১১:৩৪


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে, করোনা প্রতিরোধে, করোনায় সচেতনতা বাড়াতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ঠাকুরগাঁওয়ে গ্রামীণ জনগোষ্ঠীর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে জনগাঁও বহুমুখী সবুজ সংঘ আয়োজিত স্থানীয় ধামেরহাট মাঠে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক। গেস্ট অব অনার ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ( অব.) দীনবন্ধু রায়।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা (অব.) প্রফুল্ল কুমার রায়, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আশিষ চন্দ্র বর্মন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বর্তমান সহ-সভাপতি ও সমাজসেবী সুধীর চন্দ্র রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনগাঁও বহুমুখী সবুজ সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলন চন্দ্র রায়৷ উদ্বোধনী খেলায় অংশ নেয় রাণীশংকৈল উপজেলার কুমোরিয়া টাইগার্স ক্লাব ও পীরগঞ্জ উপজেলার বিষ্ণাপুর ইয়াং স্টার ক্লাব৷

খেলার নিদিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে টাই ব্রেকারে ৩-২ গোলে বিষ্ণাপুর ইয়াং স্টার ক্লাব জয়ী হয়। উল্লেখ্য, এ ফুটবল টুর্নামেন্টে মোট ০৮ টি দল অংশ নিয়েছে।