অচীন নীরবতা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-২৮ ১৭:৩৫:৪৭
রাশেদা পারভীন
রুদ্ধ শ্বাস এক অচীন নীরবতা
সবটাই যেন ভুগছে অনিচ্ছকতা,
রৌদ্রের খা খা দুপুর,
এ তো গ্রীষ্মের স্বরুপ।
গাছে গাছে নিস্তব্ধতা,
নেই তো বৃষ্টির ছিটেফোঁটা,
হঠাৎ আকাশ থ হয়ে যায়
সবার মনে শঙ্কা আসে হায়।
কালবৈশাখীর তান্ডবে হয়তোবা
গরীব দুঃখীদের ঐ ভাঙ্গা বসতি টা,
না জানি হায় উড়বে ঘর
তাই যে মনে কষ্টের ভর।
গরীব চাষীদের কল্পনাতে
আম,জাম,লিচুর সমাহারেতে,
মনে আশার সঞ্চার জাগে
নতুন ফলের মিষ্টির স্বাদে,
ভুলে যায় তারা কষ্টের দিনগুলি
গাছের তোলায় ফলের ছোরাছড়ি,
কুড়ায় তারা মনের সুখে
আশা করে আবার সেই দিনগুলিকে ফিরে পেতে।
অবাক করে সেই গরীব চাষীরা
কষ্ট তাদের করে ঘেরা।
তবুও তারা সেই দিনগুলিকে
ফিরিয়ে আনে নিজেদের করে।
এমন স্বপ্ন ভেঙে জুড়ে
আসে আবার নতুন করে।
নতুন ফলের স্বাদ টা নিয়ে
গ্রীষ্ম আমাদের অবাক করে।
সানবিডি/এনজে