ইতালিতে বাংলাদেশি-ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৯ ১৩:১০:৪৪


ইউরোপের ইতালিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির সরকার। একই সঙ্গে গত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী বাংলাদেশ ও ভারত থেকে ইতালিতে প্রবেশ করেছেন, তাদের দ্রুত করোনা পরীক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা ভারত-বাংলাদেশের নাগরিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে। স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের করোনা পরিস্থিতি দেখে ইতালি সরকার কঠোর সতর্ক অবস্থান নিয়েছেন। তারা অবগত রয়েছে যে ভাইরাসটি নতুন ভ্যারিয়েন্ট অনেকগুণ বেশি বিপদজনক। দেশের জনগণের স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে ইতালিয়ান সরকার।

সানবিডি/এএ