৫ হাজার কোটি টাকা প্রণোদনা চান পরিবহন মালিকরা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২৯ ১৩:১৯:৫৩
করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত গণপরিবহন মালিকদের গাড়ি মেরামত, কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন, ঈদ বোনাস ও পুনর্বাসনের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা দেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, গণপরিবহন ব্যবসায় বিনিয়োগের বিপরীতে সব ধরনের ঋণ ব্যাংক ,আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সুদ মওকুফসহ কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করতে হবে। এছাড়া গণপরিবহন মালিকদের ১% ডাউনপেমেন্ট দিয়ে সব ধরনের ক্লাসিফাইড লোন হালনাগাদ করার সুযোগ অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার জন্য অনুমোদন দিতে হবে।
রমেশ চন্দ্র ঘোষ বলেন, সড়ক পরিবহন গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশের প্রায় ৭৫ শতাংশ যাত্রী সড়ক পথে যাতায়াত করেন। জাতীয় অর্থনীতি গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ পরিবহন খাত। কোনো দেশের অর্থনীতির গতি প্রবাহ ও সড়কপথে নিরাপদ ভ্রমণ একই সূত্রে গাঁথা। পরিবহন ব্যবস্থা অনেকটা শরীরের রক্ত প্রবাহের মতো। রক্ত প্রবাহ বন্ধ হলে যেমন শরীরের কোনো অঙ্গ সচল থাকতে পারে না তেমনি পরিবহন ব্যবস্থা বন্ধ হলে দেশের কৃষি, শিল্পসহ বিভিন্ন খাত ক্ষতির সম্মুখীন হয়। জাতীয় অর্থনীতিতে মানব দেহের প্রধান ধমনীর রক্তপ্রবাহের মতোই গুরুত্বপূর্ণ হলো সড়ক পরিবহন খাত।
তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে দুই কোটি যাত্রী গণপরিবহনে সড়ক পথে যাতায়াত করেন। এ খাতে ৩০ লাখেরও বেশি শ্রমিক জড়িত। প্রত্যেক বছর সরকার এ খাত থেকে হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে। চার লাখের মতো মোটর মেকানিক, মোটর পার্টস ব্যবসায়ী, হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী সড়ক পরিবহন খাতের সঙ্গে জড়িত। গত বছরও সরকার প্রণোদনা ঘোষণা করেছিল কিন্তু পরিবহন খাতের মালিকরা সেখান থেকে বঞ্চিত হয়েছেন।
সানবিডি/এএ