ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৯ ১৫:২৯:১৮


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে মাহবুব আলম এটি পরে জানানো হবে বলে জানান।

সংগঠনটির সেতা কর্মীদের অভিযোগ বুধবার মধ্যরাত দেড়টার দিকে বিমানবন্দর এলাকা থেকে সাদা পোশাকে পুলিশের পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে।

সানবিডি/এনজে