গুলশানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০১ ১১:১৯:০০


রাজধানী গুলশানের নতুন বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রাকিব (২৭) নামে তার এক বন্ধুও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। আহত রাকিব জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহতের বন্ধু রাব্বি জানান, রাকিব ও আল-আমিন মোটরসাইকেল করে গুলশান নতুন বাজার এলাকায় গিয়েছিল। পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে আল-আমিন মারা যান।

তবে নিহত আল-আমিনের পুরো পরিচয় ও ঠিকানা জানাতে পারেননি তার বন্ধু রাব্বি। তিনি বলেন, ‘আল-আমিন আগে ফুডপান্ডায় চাকরি করত। এখন সে বেকার।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।