এবার রংপুরে জাপানের নাগরিককে গুলি করে হত্যা
|| প্রকাশ: ২০১৫-১০-০৩ ১২:১৭:১১ || আপডেট: ২০১৫-১০-০৩ ১২:১৮:০২

রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানের এক নাগরিক নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত সপ্তাহে ঢাকার গুলশানের একটি বাস ভবনে ইতালির এক নাগরিককে খুন করা হয়েছিল।
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম ওসি কনিও। তিনি একজন পর্যটক। গ্রামের পথে হেঁটে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি।
তিনি জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ওসি কনিও এর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
-
ফুসছে নদীর পানি, নির্ঘুম ঝালকাঠির অর্ধশত গ্রামের মানুষ
-
পিরোজপুরে ট্রলারবোঝাই চোরাই সিমেন্টসহ আটক ২
-
অস্ত্র পরিস্কারের সময় গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
-
গ্যাস কারচুপি করে গুনতে হলো এক লক্ষ টাকা জরিমানা
-
টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ হারালো কিশোর