সিলেটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০২ ০৯:৩৪:০১


সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ রবিবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

আহতরা হলেন, মো. জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়।

সানবিড/এএ