চাঁদপুর একমাসে করোনা ওয়ার্ডে ৪৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-০২ ১০:০৯:০০


চাঁদপুরে ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে একমাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ১৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭ জন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল করোনা উপসর্গ ও সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন ৫২০ জন। এর মধ্যে নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়। একমাসে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ১৬ জন। বাকি ২৭ জন ননকোভিড রোগী ছিল।’

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘মারা যাওয়া অধিকাংশ রোগী আক্রান্ত হওয়ার শেষ মুহূর্তে অক্সিজেনের ঘাটতিতে ভুগছিল। তাদের অধিকাংশের বয়স ৭০ বছরের বেশি ছিল।’

সানবিডি/এএ