বাংলাদেশকে ৪৩৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০২ ১৪:২৩:৪৮
শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দলকে জয়ের জন্য ক্যান্ডি টেস্টে ৪৩৭ রানের পাহাড়সম রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতো রান তাড়া করে জয়েই নজির নেই। অর্থাৎ জিততে হলে নতুন রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে।
আজ রোববার পাল্লেকেলেতে ম্যাচের চতুর্থ দিনের খেলা চলছে। এদিন মধ্যাহ্ন বিরতির পর ৯ উইকেটে ১৯৪ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এতে ম্যাচে তাদের লিড বেড়ে দাঁড়ায় ৪৩৬ রান। ফলে জয়ের জন্য ৪৩৭ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার দিমুথ করুনারত্নে। এ ছাড়া ধনঞ্জয়া ডি সিলভা করেন ৪১ রান।
এই ম্যাচে বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭২ রানে ৫ উইকেট নেন। এ ছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।
সানবিডি/এনজে