পদ্মায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ১৭

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৫-০৩ ০৮:৫৩:২২


মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (০৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস। তিনি বলেন, স্পিডবোটটি মাওয়া থেকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছে। মরদেহগুলো পুরান কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌপুলিশ বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

সানবিডি/এএ