উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-০৪ ১১:১১:৪৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক করেছে পুলিশ। সোমবার (৩ মে) গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় উপজেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত একাধিক নেতাসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিপক কুমার দাস বলেন, বেশ কয়েকটি হকিস্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সানবিডি/এএ