আইপিএল অর্নিদিষ্টকালের জন্য স্থগিত
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৪ ১৩:৫৫:১৩
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর নতুন দিন তারিখ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এ খবর। অপেক্ষা করা হচ্ছে, আইপিএল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার। আজ দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।
সানবিডি/এএ