ফাইজারের টিকার অনুমোদন দিচ্ছে না ভারত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৪ ১৫:০১:১০


ভারতে চলমান করোনার প্রকোপ রোধে সাত কোটি ডলার মূল্যের ভ্যাকসিন অনুদান হিসেবে পাঠাতে চায় মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। তবে এখনও তাদের টিকার অনুমোদন দেয়নি নরেন্দ্র মোদির সরকার।

এ ব্যাপারে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত ভারতে এখনও ফাইজার এবং বায়োএনটেকের করোনা টিকা অনুমোদন পায়নি। বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন ফাইজারের চেয়ারম্যান এবং সিইও অ্যালবার্ট বুরলা।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফাইজার ভালোভাবে জানে যে এই মহামারী শেষের জন্য টিকার জোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে ভারতে আমার টিকার নথিভুক্ত হয়নি। যদিও কয়েক মাস আগেই আমরা আবেদনপত্র জমা দিয়েছিলাম। ভারতে ফাইজার এবং বায়োএনটেকের টিকা যাতে ব্যবহার করা হয়, সেজন্য আমাদের টিকার দ্রুত অনুমোদন দেওয়ার জন্য আপাতত সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি।’

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেক মিলে তৈরি করেছে করোনা ভ্যাকসিন কমিরানিটি।

ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ওপর এই টিকা বেশি উপযোগী বলেও জানিয়েছিল বিশেষজ্ঞদের একাংশ। তারপরও ফাইজারের টিকা অনুমোদন দেয়নি দিল্লি।

সানবিডি/এনজে