সৌদিতে কোয়ারেন্টিন না মানলে ২ লাখ রিয়াল জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৫ ১৪:৫৩:৩৫


চলমান মহামারি পরিস্থিতিতে সৌদি আরবে কেউ কোয়ারেন্টিনের বিধি লঙ্গন করলে তাকে দুই লাখ রিয়াল (৫৩ হাজার ৩৩০ মার্কিন ডলার) জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে দেশটির সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে।

দেশটিতে করোনায় মৃত্যু সংখ্যা সাত হাজার পার হওয়ার পর সরকার ওই কড়া বার্তা দিল। খবর আরব নিউজের।

সৌদির ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বিচার বিভাগ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে যদি অন্য কেউ সংক্রমিত হয়, তা হলে ওই ব্যক্তিকে এ আইনে দোষি সাব্যস্ত করা হবে।

এ কাজ একাধিকবার করলে তার সাজা দ্বিগুণ হবে বলেও বিবৃতিতে জানানো হয় । যদিও এখন পর্যন্ত এ আইনটি পাস করা হয়নি।

সানবিডি/এনজে