রবিশপের ঈদ ধামাকায় ৬৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০৬ ০৯:৫১:৫৮


মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে বিশাল মূল্যছাড়সহ ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইন চালু করেছে দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডট কম ডট বিডি।

ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা নির্ধারিত ডিজিটাল গ্যাজেট-স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্রিমার, শেভার, হেডফোন, হেডসেট, ইয়ারফোন ইত্যাদিতে ৬৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

রবিশপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে শূন্য (০) শতাংশ ইএমআই সুবিধার পাশাপাশি ক্রেডিট কার্ডে পণ্য ক্রয় করার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

কার্ড ব্যবহার করে ৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। এছাড়া গ্রাহকরা বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন- সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। আরও রয়েছে রবিশপ ওয়েবসাইটে নতুন সাইন-আপ করার মাধ্যমে ৩০০ টাকার ফ্ল্যাট ছাড়। আগামী ১৫ মে পর্যন্ত এই মেগা সেল চলবে।

ক্যাম্পেইনের আওতায় রয়েছে ভিভো, অপো, স্যামসাং ও মটোরোলার মতো জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড। এছাড়া ফিলিপস, রিম্যাক্স, জয়রুম, লেনোভো, আঙ্কার, হাভিট ব্রান্ডের ডিজিটাল গ্যাজেটগুলোও রয়েছে এই ক্যাম্পেইনে।

রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস এর পক্ষ থেকে মো. আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সানবিডি/এএ