অতিরিক্ত উপ-পরিচালক হলেন আফতাব উদ্দীন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৫-০৬ ১৪:৩৪:১৭
বর্তমানে মানিকগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্বে থাকা আফতাব উদ্দীন মাহমুদ অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) টাঙ্গাইল জেলা কৃষিসম্প্রারণ অধিদপ্তরের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি এর মহাপরিচালক মো: আসাদুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে আফতাব উদ্দীন মাহমুদ এ পদোন্নতি দেওয়া হয়।
এর আগে তিনি মানিকগঞ্জ ও ফরিদপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বিলবাড়ীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার এই পদোন্নতিতে এলাকাবাসী খুবই সন্তুস প্রকাশ করেছেন।
কর্মজীবনের শুরুতে তিনি বড়ই আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আগামী মাসেরর্ শুরুতে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।