করোনায় ফের হজ পালনে নিষেধাজ্ঞার পরিকল্পনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৬ ১৪:৩১:৫৫


বিশ্বজুড়ে মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো বিদেশিদের জন্য হজ পালনে নিষেধাজ্ঞা দিতে পারে সৌদি আরব।এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন দেশে মহামারি করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওই সূত্রের বরাতে বলা হয়েছে, বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা হয়েছে তবে এটি চূড়ান্ত হয়নি।

প্রতিবছর বিশ্বব্যপী ২৫ লক্ষাধিক ব্যক্তি হজ পালন করতে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যান। এতে সৌদি আরব প্রতিবছর ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে।

এ বিষয়ে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এর আগে কর্তৃপক্ষ বিদেশি হজযাত্রীদের অনুমতি দেওয়ার যে পরিকল্পনা করেছিল তা বাতিল করা হয়েছে। কেবল দেশের ভেতরে যারা টিকা নিয়েছেন এবং অন্তত ছয় মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে।