পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে তৈরি হল করোনা হাসপাতাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৬ ১৬:৫৫:১১
মহামারি করোনায় সংক্রমিতদের চিকিৎসার লক্ষ্যে পশ্চিমবঙ্গে হাসপাতালের বেডের সমস্যা মেটাতে এবার সল্টলেক স্টেডিয়ামকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে সেখানে দুইশোরও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করছে আমরি হাসপাতাল। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিদিনই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড পাওয়া যাচ্ছে না। বেডের অভাবে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে করোনা হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার। আপাতত এখানে ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে জেনারেল বেড করা হয়েছে ২১০টি। তবে এখানে থাকছে না কোনও ইন্টেভসিভ কেয়ার ইউনিট।
সানবিডি/এনজে