কালবৈশাখীর আভাস, নৌ-বন্দরে ১নং সতর্ক সংকেত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৭ ১৫:৪৮:২২
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে আজ । কোথাও কোথাও এ ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। এ কারণে কয়েকটি নৌ-বন্দরে ১নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৭ মে) দুপুরের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় আজও দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, দুপুরের পর ময়মনসিংহ, সাতক্ষীরা, যশোর, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার নদী বন্দরে ১নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মি. গতিতে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া রাতে ঢাকায়ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ৬১ মি.লি.। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।