ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর ৪ দিন বন্ধ
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-০৮ ১৭:০৫:৪৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত ৫ মে বুধবার রাতে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ১৩ বা ১৪ তারিখ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হতে পারে সেহেতু সোনামসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম আগামী ১২ মে হতে ১৫ মে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ১৬ মে রোববার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।
সানবিডি/এএ