আজ পুঁজিবাজারের লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৫-১০ ১০:২৬:৫৭


পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেশের পুঁজিবাজারে আজ সোমবার বন্ধ রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হচ্ছে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে সারা দেশে মুসলমান ধর্মাবলম্বীরা পবিত্র শবে কদর পালন করেছে। এ কারণে সোমবার সারাদেশে সরকারী ছুটি থাকায় সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সকল ব্যাংক-বীমা বন্ধ রয়েছে। আর একই সাথে বন্ধ রয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ।

সোমবার ছুটি থাকার পর মঙ্গলবার আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১০:২৬/১০/৫/২০২১