মানিকগঞ্জের পাটুরিয়ায় যাত্রীর চাপ, জরুরি পরিসেবার ফেরি চলছে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-১০ ১২:১৭:৪৫


মানিকগঞ্জের পাটুরিয়ায় সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় যাত্রীর চাপ কিছুটা বাড়তে শুরু করেছে। সেই সাথে সবগুলো পল্টুনে ফেরি পারাপার বন্ধ থাকলেও একটি ঘাট থেকে শুধু মাত্র জরুরি সেবার জন্য ফেরি পারাপার করা হয়েছে এবং ওই সময়ে ঘাট এলাকায় অপেক্ষারত কয়েক শতাধিক যাত্রীকে ফেরিতে পারাপার হতে দেখা যায়।

এখনো পর্যন্ত পাটুরিয়া হতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে সাতটি ফেরি চলাচল করতে দেখা গেছে।

এদিকে পাটুরিয়ায় ঘরমুখো যাত্রী থামাতে গতকাল থেকে নামানো হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। জেলায় তিনটি গুরত্ব পূর্ণ জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের প্রবেশপথ বারোবাড়ীয়া ও শিবালয়ের টেপরা এবং হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক সড়কের ধল্লা এলাকায় বিজিবি’র তিন প্লাটুন সদস্য রয়েছে।