২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩২ হাজার যানবাহন পারাপার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-১০ ১৬:০৮:৪৫


বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সময়ে এ যানবাহনগুলো পারাপার হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

এদিকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, মহাসড়কের স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে।