ঝিনাইদহে ভারত থেকে অনুপ্রবেশকালে গ্রেপ্তার ২৭
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-১০ ১৯:২০:৪০
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।
বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ১৯ জনকে ও সামন্তা এলাকা থেকে আট জনকে আটক করে।
তাদের মধ্যে চার জন নারী ও ২৩ জন পুরুষ বলে জানান তিনি। আটককৃতদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায়।
লে. কর্নেল কামরুল আরও জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
সানবিডি/এএ