১০ বছরের শীর্ষে বৈশ্বিক তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১১ ১৪:১৩:০৫
পশ্চিমা বিশ্বের দেশগুলো মহামারি করোনার ধকল কাটিয়ে উঠতে শুরু করায় ফের চাঙ্গা হয়ে উঠছে বৈশ্বিক তামার বাজার। তামার বাজারদর এ সপ্তাহের শুরুতে বড় পরিসরে বেড়েছে। এছাড়া সবুজ বিপ্লবের অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবহারিক এ ধাতুর চাহিদা এখন আকাশচুম্বী। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ধাতুটির দাম বেড়ে ১০ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
তামার বৈশ্বিক বাজার আদর্শ লন্ডন মেটাল এক্সচেঞ্জে ধাতুটির দাম গত ১০ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১১ সালে ব্যবহারিক এ ধাতুর দাম ছিল ১০ হাজার ১৯০ ডলার। এ বছর দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০ হাজার ৩৮৫ ডলারে দাঁড়িয়েছে।
জুনের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া তামার দাম সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। টনপ্রতি এ তামার দাম ১১ হাজার ৬০৩ ডলারে পৌঁছেছে। এটি ২০০৬ সালের মে মাসের পর সর্বোচ্চ।
সানবিডি/এনজে