মামুনুল-রফিকুলসহ হেফাজতের ১৪ নেতা কাশিমপুর কারাগারে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১২ ১৫:৩৫:৫৪


মাওলানা মামুনুল হক ও ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ হেফাজত ইসলামের ১৪ নেতাকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ মে) রাতে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, বিভিন্ন মামলায় গ্রেফতার হন হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ অনেকেই। পরে তাদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে হেফাজত ইসলামের ১৪ নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।