আল-আকসায় ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১২ ১৫:৩৮:৩০
মুসলিমদের প্রথম কেবলা ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আল আকসা মসজিদ চত্বরে নির্দোষ ধর্মপালনকারী ও বেসামরিক নাগরিকদের উপর সাম্প্রতিক সন্ত্রাসী কায়দায় হামলা ও সহিংসতার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করছি।
পাঠানো এই চিঠিতে আরও বলা হয়, শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ এবং বেসামরিক জনগনকে দখলকৃত এলাকায় স্থানান্তরের মাধ্যমে এরই মধ্যে দখলকারী ইসরায়েলি বাহিনী মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করেছে যা সারা বিশ্বের নাগরিক অনুভূতিকে প্রবল নাড়া দিয়েছে।
সানবিডি/এনজে