নোবিপ্রবি করোনা ল্যাবের ১ বছর পূর্তিতে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-১৩ ১৮:২৩:৫৮


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) করোনা ল্যাবের ১ বছর পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মে) রাত নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যেগে এক ভার্চুয়াল সভা আয়োজনের মাধ্যমে করোনা ল্যাবের ১ম বর্ষপূর্তি উদাযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি প্রফেসর ড.মো.দিদার-উল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ ফারুক উদ্দীন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ সেলিম হোসেন, অনুজীব বিজ্ঞন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ,

নোয়াখালী জেলা সিভিল সার্জন ড.মাসুম ইফতেখার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.ফয়সাল হোসেন, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহাদাত হোসেন, নোবিপ্রবি কোভিড-১৯ ল্যবের রিসার্চ আ্যসিস্ট্যান্ট মো.আমিনুল ইসলাম, নোবিপ্রবি কোভিড-১৯ ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মো. শরীফুল ইসলাম সবুজ।

সভায় বক্তারা তাদের বক্তব্যে করোনা ল্যাব স্থাপনের গল্প ও গত একবছরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এছাড়া এই করোনা ল্যাবের কার্যক্রমের ধারাবাহিকতা সমুন্নত রাখার আহবান জানান তারা।

উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালী জেলার (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) জনগণের একটি উল্লেখযোগ্য অংশ দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি অর্থাৎ জনশক্তি হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করায় এই অঞ্চলটি “অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংক্রমণ হট স্পট” হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্বাভাবিকভাবেই নোয়াখালী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা ব্যবস্থা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। যার ধারাবাহিকতায় আমাদের কোভিড-১৯ টেস্ট ল্যাবে ইতোমধ্যে হাজার হাজার মানুষের করোনা টেষ্ট করা হয়েছে। দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছে আমাদের এক ঝাঁক কোভিড যোদ্ধা।

সানবিডি/এনজে