চীনা রাষ্ট্রদূতের ঈদের শুভেচ্ছা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৪ ১৩:০৩:২০


চীন সরকার ও দেশ‌টির জনগ‌ণের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং। শুক্রবার (১৪ মে) ভিডিও এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

ভি‌ডিও বার্তায় চীনা রাষ্ট্রদূত ব‌লেন, ঈদের আগেই বাংলাদেশকে সিনোফার্মার পাঁচ লাখ করোনার টিকা উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশকে দেওয়া এটি ঈদের বিশেষ উপহার।

মে দিবসের ছুটির মধ্যেও যেসব চীনা নাগরিক বাংলাদেশে ক‌রোনার টিকা পৌঁছা‌নোর জন্য কাজ করেছেন তা‌দের বিশেষ ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

লি জি‌মিং ব‌লেন, চীনা সরকার ও নাগরিকদের পক্ষ থেকে মুসলিম প্রধান বাংলাদেশের এই আনন্দ উৎসবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।