টর্নেডোর আঘাতে চীনে নিহত ১০, আহত তিন শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৫ ১৭:২৯:৪৬
চীনে পরপর দুটি টর্নেডোর আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা টর্নেডোর কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। চীনের কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে ছয় জন এবং উহান থেকে ৪০০ কিলোমিটার দূরে চীনের উত্তরাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ছোট শহর শেংঝেতে আরও চার জন টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শেংঝেতে প্রথম টর্নেডোটি আঘাত হানলে কারখানার ভবন ধস এবং বিদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। শহর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় চার জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে। শেংঝের অবস্থান সাংহাইয়ের পাশে।
এরপর আনুমানিক রাত পৌনে ৯টার দিকে ঘণ্টায় ৮৬ কিলোমিটার গতিবেগে দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে উহানে। টর্নেডোর কবলে পড়ে দুই ডজনের বেশি বাড়ি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিকল হয়। উহানে টর্নেডোর কবলে ৬ জন নিহত ও ২১৮ জন আহত হন।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে শিনহুয়া জানিয়েছে, উহানে ২৭টি বাড়ি ধসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩০টি বাড়ি। ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা শুক্রবার মধ্যরাতে উহানে ধসে পড়া বাড়ির ভেতর তল্লাশি অভিযান চালিয়ে ছয় জনের মরদেহ উদ্ধার করে।