ঢাকায় পৌঁছেই সোজা কোয়ারেন্টিনে শ্রীলংকা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৬ ১২:৩৪:৪৯


নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই বাংলাদেশে এসেছে শ্রীলংকা ওয়ানডে দল। রোববার (১৬ মে) সকাল ৮টা ১৫ মিনিটে লংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলবল নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন কুশল পেরেরা।

বিমানবন্দরে কোনো সময় ব্যয় না করে নির্ধারিত বাসে চড়ে সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁওয়ে।

বিমানবন্দরে নিয়মিত দায়িত্ব পালন করেছেন ওয়াসিম খান। যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে বিদায় বা অভ্যর্থনা জানানোর দায়িত্বে থাকেন। শ্রীলংকা দলকে তিনিই স্বাগত জানিয়েছেন।

গণমাধ্যমকে ওয়াসিম খান বলেন, আজ বাংলাদেশ সময় পৌনে ৯টার দিকে ঢাকায় পা রাখার কথা ছিল শ্রীলংকা ক্রিকেট দলের। তবে তাদের বিমান আধাঘণ্টা আগেই পৌঁছে যায়। বায়ো বাবল সুরক্ষায় তারা সরাসরি হোটেল সোনারগাঁওয়ে পৌঁছে গেছেন।

আগামী ২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।
পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে।

তিনটি ম্যাচই হবে দিবারাত্রির, সব কটিরই ভেন্যু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।