ফি‌লি‌স্তিন সমস্যা সমাধা‌নে এগিয়ে আসুন, জা‌তিসংঘ‌কে বাংলা‌দে‌শ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১৬ ১৯:৫৭:১২


দ্রুত সম‌য়ে ফি‌লি‌স্তিন সমস্যা সমাধা‌নে জা‌তিসং‌ঘের নিরাপত্তা প‌রিষদ‌কে এগিয়ে আসার আহ্বান জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ। রোববার (১৬ মে) ভার্চুয়া‌লি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ফি‌লি‌স্তিন ইস্যুতে বাংলা‌দে‌শের প‌ক্ষে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

ভার্চুয়াল বৈঠ‌কে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশ জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোডম্যাপ মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি ব্যাপক ও টেকসই সমাধান চায়।

বৈঠ‌কে ওআই‌সির নির্বাহী প‌রিষদের পক্ষ থে‌কে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফ এবং দখল করা জমিতে সহিংসতা ও সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করা উচিত।

বৈঠ‌কে আল-কুদস আল শরীফের নিরীহ বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানা‌নো হয়।

বৈঠকে বাংলাদেশ জাতিসংঘে ওআইসির গ্রুপের বক্তব্যকে সমর্থন করে এবং নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাধারণ পরিষদের দশম জরুরি অধিবেশনে তা পুনঃউত্থাপনের মাধ্যমে বিবৃতির পরামর্শের বিষ‌য়ে একমত পোষণ ক‌রে।

মো‌মেন ব‌লেন, ইসরায়েল যেকোনো যুক্তি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন করছে। তা‌দের কা‌ছে নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে এমন কোনো অজুহাত নেই। এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত ও সমর্থনযোগ্য হতে পারে না।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ফি‌লি‌স্তি‌নের প্রতি সমর্থন জা‌নি‌য়ে দেশ‌টির প্রেসি‌ডেন্ট মাহুমুদ আব্বাস‌কে লেখা চি‌ঠি‌তে গভীর শোক ও দুঃখ প্রকাশ ক‌রেন, তা বৈঠ‌কে তু‌লে ধ‌রা হয়।

চি‌ঠি‌তে প্রধানমন্ত্রী উল্লেখ ক‌রেন যে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের চুক্তি অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। এ বিষয়‌টিও তু‌লে ধ‌রে মো‌মেন সবাই‌কে ফি‌লি‌স্তি‌নের প‌ক্ষে দাঁড়া‌নোর জন্য আহ্বান জানান।

সানবিডি/এএ