পুঁজিবাজার সংশ্লিষ্টদের স্বাস্থ্য ও জীবন বীমা করার নির্দেশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৫-১৭ ১৫:২৬:২৮
পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য স্বাস্থ্য ও জীবনের সুরক্ষা সংক্রান্ত বীমা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কমিশনের ৭৭১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
কমিশনের সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, সিডিবিএল, সিসিবিএল এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারিগণের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি গ্রহণ করে আগামী ২৫ জুনের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে।
এছাড়াও পুঁজিবাজারে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবিলম্বে স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি গ্রহণ করে কমিশনকে অবহিত করতে বলা হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:১৬/১৭/৫/২০২১