আখাউড়া স্থলবন্দরে রফতানি কার্যক্রম শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৭ ১৫:৩২:০৯
পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শুরু হয়েছে রফতানি কার্যক্রম। গত ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারতে পণ্য রফতানি বন্ধ রাখেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
আজ সোমবার (১৭ মে) থেকে রফতানি কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
এ ব্যাপারে তিনি বলেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদের চারদিন বন্দরে রফতানি বন্ধ রাখে। সোমবার থেকে চালু রয়েছে বাণিজ্য কার্যক্রম।
সানবিডি/এনজে