বৈশ্বিক বাজারে বাড়ছে অপরিশোধিত চিনির দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৮ ১৪:০৩:১০
চলমান মহামারি পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলে আখের উৎপাদন হ্রাসের উদ্বেগ ও দেশটির মুদ্রার দাম বাড়ায় চিনির বাজারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে। আখ থেকে উৎপাদিত ইথানলের মূল্যবৃদ্ধির মধ্যেই চিনির দাম বেড়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত চিনির জুলাইয়ে সরবরাহ চুক্তি মূল্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ১৮ দশমিক ১৪ সেন্টে পৌঁছেছে। গত ফেব্রুয়ারির পর এটিই পণ্যটির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। তবে সাদা চিনির আগস্টে সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৫ শতাংশ কমে টনপ্রতি ৪৭৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
সানবিডি/এনজে