ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপে ৩ লাখ মানুষের গণ স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৮ ১৪:১৭:৫৮
অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলরে ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে লেখা এক চিঠিতে তিন লাখ ১৫ হাজারেও বেশি মানুষ গণস্বাক্ষর করেছেন।
ব্রিটিশ সরকারকে লেখা ওই চিঠিতে বলা হয়, ফিলিস্তিনে নারী ও শিশুদের ওপর বোমা হামলাসহ সাধারণ মানুষের ওপর গণহত্যা চালানোর দায়ে ইসরাইলের সঙ্গে যুক্তরাজ্য সরকারের সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও সামরিক কর্মকাণ্ড বন্ধ করে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। খবর আনাদোলুর।
আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ ইহুদি বসতি গড়তে দেশটি ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করতে তাদের গুলি করে হত্যা করছে ইসরাইল।
গণস্বাক্ষরসংবলিত চিঠিটি পরে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ব্রিটেনে ১০ হাজারের বেশি স্বাক্ষরসংবলিত চিঠির জবাব দেয় সরকার। আর স্বাক্ষরের সংখ্যা এক লাখের বেশি হলে ওই বিষয় নিয়ে পার্লামেন্ট অধিবেশনে বৈঠক হয়।
এ ক্ষেত্রে দেশটির পার্লামেন্টে আলোচনা করতে যে সংখ্যক গণস্বাক্ষর প্রয়োজন, তার তিনগুণ বেশি স্বাক্ষর পড়েছে ইসরাইলবিরোধী এ চিঠিতে।
সানবিডি/এনজে