সাংবাদিক রোজিনা’র মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৫-১৯ ১২:৫১:০১


মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির আয়োজনে বুধবার (১৯ মে) সকাল ১০ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ আজিম,বরগুনা রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু ও মাই টিভির বরগুনা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বপন। এছাড়া আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির নেতাকর্মীরা।

মানববন্ধনে মাহবুবুল আলম মান্নু বলেন, সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবেনা। সাংবাদিকরা সব সময় দুর্নিতীর বিরুদ্ধে অবস্থান করে আসছে এবং অদূর ভবিষ্যতেও সৎ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবেন। সাংবাদিক রোজিনা ইসলামেকে হেনস্থা করে, তাকে শারিরীক মানসিকভাবে লাঞ্চিত করার তীব্র নিন্দা জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি তার কর্ম জীবনে সবসময়েই পেশাদারিত্ব বজায় রেখেছেন। সাহসী সাংবাদিকতায় বেশ কয়েকবার তিনি দেশে বিদেশে পুরস্কৃত হয়েছেন। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট করেন যা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্বাস্থ্য খাতের দুর্নিতী নিয়ে ধারাবাহিক রিপোর্টের জেরেই রোজিনা ইসলামকে লাঞ্চিত ও হেনস্থা করে স্বাস্থ্য বিভাগ। নিজেদের অন্যায় ডাকতে স্বাস্থ্য বিভাগ একজন সাংবাদিকের গলা চেপে ধরে কখনোই তাদের দায় এড়াতে পারেনা। এসময় তিনি রোজিনা ইসলামের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নিতী গ্রস্থদের শাস্তি দাবি করেন।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার আইডল রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এই ক্ষোভ থেকেই রোজিনা ইসলামকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলা দেয়া হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক, সামাজিক ও বরগুনা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরামের নেতাকর্মীসহ সচেতন নাগরিকবৃন্দ।

এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দ্রুত দাবি জানান।