সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-১৯ ১৩:০৩:০১
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আর হেনস্তার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৯ মে) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে প্রেসক্লাবের সভাপতি মানিক আকবারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ডালিম।
এছাড়া আরও বক্তব্য রাখেন এশিয়ান টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন, ডিবিসি নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদ, মাইটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতা ফিরোজ ইফতেখার ও রহমান মুকুল, এছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের গনমাধ্যম কর্মি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গনমাধ্যম কর্মিরা দ্রুত রোজিনা ইসলামকে মুক্তি দাবি করেন ও সাংবাদিক নির্যাতনকারী সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।