৫৬২৯ কোটি টাকা ব্যয়ে হবে রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১৯ ২০:০২:৫৩
পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিংয়ের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা।
বুধবার (১৯ মে ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ এর ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়ন করবে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জ্যান ডি নুল (জেডিএন)। এতে ব্যয় হবে ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন কর্তৃক চারটি কোস্টাল প্যাসেঞ্জার ভ্যাসেল সরবরাহ ও নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। কর্ণফুলী শিপ বিল্ডার্স লি., চট্রগ্রাম প্যাসেঞ্জার ভ্যাসেল গুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২৩০ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকা।
সানবিডি/এএ