বিশ্ববাজারে বেড়েছে তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২০ ১৪:২৮:৪৬
চলমান মহামারির মধ্যে বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝিতে মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। শীর্ষ তামা উৎপাদক দেশ চিলির বড় দুটি খনির শ্রমিকদের মধ্যে সৃষ্ট অসন্তোষের জেরে বৈশ্বিক সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে যায়। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাসে দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টন তামার দাম ১০ হাজার ২৯৬ ডলারে উন্নীত হয়েছে। তবে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সর্বাধিক লেনদেন হওয়া তামার জুনে সরবরাহ চুক্তিমূল্য কিছুটা কমেছে। ধাতুটির দাম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ৭৪ হাজার ৭৫০ ইউয়ান বা ১১ হাজার ৬০৯ ডলারে নেমে গেছে।
সানবিডি/এনজে