ক্রিপ্টোকারেন্সি লেনদেন সেবায় চীনের নিষেধাজ্ঞা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২০ ১৫:১৮:৩২
আর্থিক ও লেনদেন প্রতিষ্ঠানকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত লেনদেন সেবা দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। বিনিয়োগকারীদেরও ধারণার ওপর নির্ভর করে ক্রিপ্টো বাণিজ্য করার ব্যাপারে সতর্ক করেছে দেশটি। নিষেধাজ্ঞার অধীনে ব্যাংক ও অনলাইন লেনদেন সেবাদাতাসহ এ ধরনের প্রতিষ্ঠানকে গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত সব ধরনের সেবা দিতে মানা করেছে। যেমন নিবন্ধন, বাণিজ্য, ক্লিয়ারিং ও সেটলমেন্ট। গত মঙ্গলবার তিন শিল্প কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে এ ব্যাপারে জানিয়েছে। খবর রয়টার্স।
যৌথ বিবৃতি প্রদানকারী তিন শিল্প কর্তৃপক্ষ হচ্ছে ‘ন্যাশনাল ইন্টারনেট ফাইন্যান্স অ্যাসোসিয়েশন অব চায়না’, ‘চায়না ব্যাংকিং অ্যাসোসিয়েশন’ এবং ‘পেমেন্ট অ্যান্ড ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন অব চায়না। তারা জানায়, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির মূল্যে অনেক ওপরে উঠেছে ও কমেছে এবং ক্রিপ্টোকারেন্সির ধারণা নির্ভর বাণিজ্য ফিরে এসেছে, গুরুতরভাবে মানুষের সম্পদ সুরক্ষা লঙ্ঘন করছে এবং স্বাভাবিক অর্থনীতি ও আর্থিক শৃঙ্খলাকে বিঘ্নিত করছে।
সানবিডি/এনজে