বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-২০ ১৬:০৯:৪০
বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুকুমার রায় জানান, সংঘর্ষে নিহতরা হলেন- ছত্তার ঢালী (৪৫) ও সিদ্দিকুর রহমান (২৭)।
পুলিশ জানায়, নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সানবিডি/এএ