সপ্তাহজুড়ে বেক্সিমকোর লেনদেন ৭০০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২২ ১১:৪১:২১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭০০ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ১০ কোটি ১১ লাখ ১৪ হাজার ৫১২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৯ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২০০ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকার,  লংকাবাংলা ফাইন্যান্সের ১৯১ কোটি ২৫ লাখ ২ হাজার টাকার,  রবি আজিয়াটার ১৮৯ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ১৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার,  আইএফআইসি ব্যাংকের ১৫৪ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার ও ম্যাকসন স্পিনিংয়ের ১২৫ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:৩৯/২২/৫/২০২১