২০২৩ পর্যন্ত হোম সিরিজের টাইটেল স্পন্সর আলেশা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২২ ১৬:১৫:৩৯


আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংস। রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজসহ ২০২৩ সাল পর্যন্ত সকল হোম সিরিজে টাইটেল স্পন্সর থাকবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানটি।

পাশাপাশি বাংলাদেশ দলের সহযোগিতায় বা পাওয়ার্ড বাই হিসেবে থাকছে ওয়ালটন। টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের দায়িত্ব পালন করবে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তিনটি প্রতিষ্ঠানই ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত থাকবে।

জাতির পিতার জন্মশতবর্ষকে সম্মান জানাতে এবং সিরিজ আয়োজনে দেশের দুই স্বনামধন্য প্রতিষ্ঠান আলেশা মার্ট ও ওয়ালটন যুক্ত হওয়ায় আসন্ন সিরিজের নামকরণ করা হয়েছে- ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেড বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

টিম স্পন্সর, কিট স্পন্সর এবং টিভি স্বত্ব বিক্রির পর দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্বর জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। ২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সর্বোচ্চ ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। পরে বিজ্ঞাপনী এ সংস্থার থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস এবং ওয়ালটন।

আজ (শনিবার) দুপুর দুইটায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় স্পন্সরদের নাম। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, আলেশা মার্টের কর্মকর্তা নাহিদ জাহান ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

উল্লেখ্য, ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের ৯টি হোম সিরিজ খেলার কথা রয়েছে। যেখানে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সানবিডি/এএ