পার্লামেন্টে ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৫-২২ ১৭:০১:১৫


নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন সে দেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারি। সেই সঙ্গে সে দেশে সাধারণ নির্বাচনের সময়ও নির্ধারণ করে দিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

শনিবার (২২ মে) হঠাৎ করেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা আসে নেপালের প্রেসিডেন্টের তরফ থেকে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে তত্ত্বাবধায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কিংবা বিরোধীদলীয় নেতা শের বাহাদুর, কেউই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। গতকাল শুক্রবার পর্যন্ত সে ব্যাপারে সর্বশেষ সময় ছিল।

তার পরদিনই পরিস্থিতি বিবেচনা করে পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের সময় জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা

সানবিডি/এএ