শতবর্ষী মাকে গোয়ালঘরে আটকে রাখল কৃষি কর্মকর্তা ছেলে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-২৩ ২১:৩৯:৩৯
ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে একমাত্র ছেলের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম রাজেশ্বরী মণ্ডল। তিনি নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ড করপাড়া এলাকার বাসিন্দা। তার ছেলের নাম রমেন মণ্ডল।
অভিযুক্ত রমেন মণ্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে সম্প্রতি অবসরে আছেন।
স্থানীয়রা জানান, শতবর্ষী মাকে একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় আটকে রেখেছেন রমেন মণ্ডল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি পরিত্যক্ত গোয়ালঘরে জরাজীর্ণ অবস্থায় আটকে রাখা হয়েছে বৃদ্ধা রাজেশ্বরী মণ্ডলকে।
তালা খোলার পর দেখা যায়, শতবর্ষী মা ময়লা-আবর্জনার ভেতর তীব্র গরমে কাঁতরাচ্ছেন। ঘরে কোনো ফ্যান নেই। খাবার কষ্টে রাখা হয়েছে তাকে।
ঘটনাস্থলে অন্যদের সঙ্গে যান নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস। তিনি জানান, দরজার তালা খোলা খুলতেই সবাইকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন ওই বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নিচে বসালে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
এ ব্যাপারে অভিযুক্ত ছেলে রমেন মণ্ডল ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, ‘দরজা খোলা থাকলে মা বিভিন্ন দিকে চলে যান। তাই আমি তাকে আটকিয়ে রাখি। তবে আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। আর এমন করব না।’
সানবিডি/এএ