ভারতে সংক্রমণ কমলেও একদিনে মৃত্যু প্রায় সাড়ে ৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৫-২৪ ১১:৫৪:০৫
ভারতে সাধারণ মানুষের কান্না যেন থামছেইনা। এক মাসেরও বেশি সময় পর রোববার (২৩ মে) ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল আড়াই লাখের নিচে। সোমবার তা আরও কমেছে।
গত সোমবারও দেশটিতে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর ভারতে করোনাভাইরাস প্রাণ নিলো তিন লাখের বেশি মানুষের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭২০।
জানা গেছে, ভারতের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সেজন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনো রাজ্যেই দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি না। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন।
মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এবং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নিচে।