টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৫ ১৩:১৭:১৯


প্রথম ওয়ানডেতে এসেছে ৩৩ রানের দারুণ জয়। মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ের পর মেহেদি হাসান মিরাজ ঘূর্ণিতে সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচ জিতলে হবে ইতিহাসও। এখনো পর্যন্ত কখনো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সেই অতৃপ্তি দূর হবে তামিম ইকবালদের। বড় সুযোগ আছে আরও একটি।

এই ম্যাচ জিতলেই আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। সাত ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ইংল্যান্ডকে টপকে বাংলাদেশ উঠে যাবে ফাইনালে।